মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলা শাখার অন্তর্গত ৮নং সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগ শাখার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আখরাইল বালির বাজারে রবিবার এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মোঃ হুমায়ুন কবীর সরকার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা কৃষকলীগের সম্মানিত সদস্য আলমগির কবির জলিল, উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য বইলর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাখুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, মোহাম্মদ রাতিন, শাহরিয়ার ইমন, উপজেলা ছাত্রলীগ নেতা শরিফ মাহমুদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম রাসেল, বইলর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার ইসলাম সাগর, সহ সম্পাদক মেহেদি হাসান শান্ত, ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহানুর রহমান সোহানুর, মঠবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত আফজাল, মোবায়েত আলম ছোটন, মেহেদি হাসান ফকির, রিজন, শেখ শাকিল, প্রমূখ।
কর্মী সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply