নিজস্ব কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় কিশোরগঞ্জের আদালতে হাজিরা দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশিদুল আমিন এর ১ নং আদালতে তাঁকে হাজির করা হয়।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় একটি দলীয় সমাবেশে চাঁদ শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে চাঁদের বিরুদ্ধে এ মামলাটি করেন।
কিশোরগঞ্জের কারা কর্তৃপক্ষ জানান, চাঁদকে রাজশাহী কারাগার থেকে গতকাল বিকেলে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। আজ হাজিরা শেষে তাঁকে কিশোরগঞ্জ কারাগারে রাখা হয়েছে।
চাঁদের পক্ষের আইনজীবী এডভোকেট জালাল উদ্দীন বলেন, আজ তাকে কিশোরগঞ্জের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, আমরা তার পাওয়ার নিয়ে আগামীকাল আদালতে জামিন চাইবো। আশা করি আদালত ন্যায় বিচারের পক্ষে জামিন দিবেন।
Leave a Reply