হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জ তাড়াইলে দামিহা গ্রামে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, ,আঞ্জু মিয়ার স্ত্রী আম্বিয়া আক্তার (৪০) এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেন, তাড়াইল থানা পুলিশ।এ সময় আঞ্জু মিয়া ঘরের পিছনে র দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায়, আঞ্জু মিয়া দীর্ঘদিন যাবত তার স্ত্রীকে নিয়ে এই গাজার ব্যবসা চালিয়ে আসছে এবং ধ্বংস করে দিচ্ছেন যুবসমাজকে, যার জি ডি নং ১১৩৪ গত ২৯ /০৮/২০২৩ইং থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফের নেতৃত্বে ও তার ফোর্সসহ তাড়াইল থানাধীন দামিহা গ্রামেের আঞ্জু মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ০৪( চার কেজি) গাজা যাহা মূল্য ৮০,০০০( আশি হাজার টাকা) প্রাপ্ত হইয়া সাক্ষীদ্বয়ের মোকাবেলায় উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে এবং গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply