আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হোসেনপুরে ভাই-বোন খুনের আসামি গ্রেফতার পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বিরোধপূর্ণ জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ভাই-বোন হত্যা মামলার মূল আসামি নিহতদের তিন চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের কাদির মিয়ার ছেলে ইমরান, আরমান, ও এমরান।
১৬ জুলাই রবিবার বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) জানান, আসামি ইমরানকে গতকাল সকালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে এবং আরমান ও এমরানকে জেলার করিমগঞ্জ থানা এলাকার নিয়ামতপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আসামীরা। এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, দা, কুড়াল, কোদাল ও শাবল উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে উপজেলার কুড়িমারা গ্রামে শামছুল ইসলামের সহোদর ভাই কাদির মিয়া ও তার তিন ছেলে আরমান, ইমরান, এমরান মিলে বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শামছুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান আলমগীর ও মেয়ে নাদিরা ইসলামকে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী শাহিদা আছমা এবং আরও দুই ছেলে হুমায়ুন কবির ও সালমান।

পরের দিন শুক্রবার সন্ধ্যায় নিহতদের বাবা শামছুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত আলমগীর ও নাদিরা ইসলামের চাচা কাদির মিয়া ও তার তিন ছেলে আরমান, ইমরান, এমরানসহ মোট সাতজনকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মো. আল আমিন হোসাইন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুসহ উর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category