আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:

পবিত্র ঈদুল আযহার ভোররাতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন(২৫) নামের এক তরুণ নিহত সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আজ ২৯ জুন বৃহস্পতিবার ভোর রাতে নরসিংদীর মাধবদীর ভগীরথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দু’বাসের অন্তত ১০ জন যাত্রী আহত সহ ১জন নিহত হয়েছেন।
নিহত রাকিব হোসেন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার গুলজার মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে যে চারজন চিকিৎসা নিয়েছেন তাঁরা হলেন—মো. সাইদ মিয়া(৩০), রানা মিয়া(২৫), আসাদ মিয়া(৩৪) ও অপু মিয়া(১৩)। আহত অন্য ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও হতাহত ব্যক্তিদের স্বজনেরা জানান, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জগামী একটি বাসে চড়ে তাঁরা রওনা দেন যার যার নিজ গন্তব্যে। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ভগীরথপুর এলাকার মুক্তাদিন ডাইংয়ের সামনে খুব ভোরে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তৎক্ষনাত বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হন অন্তত ১১ জনের মতো। বাসের অন্য যাত্রীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এসময় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব হোসেন। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক কবির হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বলেন, রাকিব হোসেন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক কবির হোসেন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাাপারে মাধবদী থানায় যোগাযোগ করলে তারা এ ঘটনা জানেন না বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category