নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের নিকলী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য আটক।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন পৌনেছয়টায় উপজেলার সিংপুর বাজার সংলগ্ন ধনু নদীর হেমচর মোড়ে এলাকাবাসীর সহযোগিতায় রেদুয়ান (২২), আবুল হোসেন ওরফে মকবুল হোসেন (২৩), তরিকুল ওরফে আরিফুল (২২) ও আবু বক্কর (২০) নামে ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো রামদা, দুটি ধারালো চাইনিজ কুড়াল, একটি কাঁচি, একটি ধারালো ছুরি এবং ডাকাতি কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত কোষা নৌকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষারকান্দি মহরপুর গ্রামের হায়দার আলীর ছেলে রেদুয়ান, ইমরান ওরফে ধন মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে মকবুল হোসেন, একই এলাকার মো. আছমত আলীর ছেলে তরিকুল ওরফে আরিফুল এবং জিলু মিয়ার ছেলে আবু বক্কর।
এ ঘটনায় নিকলী থানার এসআই (নিরস্ত্র) মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদেরকে ২২ জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply