আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এসএসসি পরীক্ষার্থী হত্যার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী রিয়াদ খাান হত্যা মামলার প্রধান আসামি রবিউল আলমকে শুক্রবার (২ জুন) বিকালে রাজধানীর পল্লবী থানার কালসি মোড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে, তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারে রবিউল আলম উপজেলার বীর হাজীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শনিবার (৩ জুন) দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩ জুন) দুপুরের পর আসামি রবিউল আলমকে পুলিশ কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করলে তার জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেছেন। পরে আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, গত রোববার (২৮ মে) রাত সাড়ে ১২টায় দুই পরিবারের মহিলাদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে এসএসসি পরীক্ষার্থী রিয়াদ খান ঝগড়া থামাতে যায়। এ সময় অপর পক্ষের রবিউল আলম, রিয়াদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে হোসেনপুর উপজেলা হাসপাতালে স্বজনরা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে, ৩০ মে সকালে নিহত রিয়াদ খানের বাবা স্বপন খান বাদী হয়ে প্রধান অভিযুক্ত রবিউলসহ ১২ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে রবিউল আলমসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category