নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শুক্রবার (২ জুন) রাত পৌনে ১০টায় সদরের আমাটিপাড়া শিবপুর এলাকায় ধৃত খুরশীদের বসত বাড়ির পিছনে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. খুরশীদ (৩০)কে আটক করে এবং তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী খুরশীদ (৩০) আমাটিপাড়ার মৃত আলী আকবরের ছেলে।
জিজ্ঞাসাবাদে, সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply