আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর প্যানেল আইনজীবি হারুনুর রশিদ

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

১৯৫১ সালে ব্যাক্তি শেয়ার হোল্ডারদের নিয়ে তিল তিল করে গড়ে উঠা মাধবদীর ঐতিয্যবাহী সোনার বাংলা সমবায় কটন মিলসৃ লিঃ এর সিনিয়র প্যানেল আইনজীবী নিয়োগ পেলেন নরসিংদী জজকোর্টের আইনজীবি এডভোকেট মোঃ হারুনুর রশিদ। গত ৯মে মঙ্গলবার সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর সভাপতি হাজ্বী মোশাররফ হোসন প্রধান মানিকের স্বাক্ষরিত ১১৯ নং স্মারকের এক পত্রে জানানো হয় যে সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ৫নং সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী জজকোর্টের আইনজীবি এডভোকেট মোঃ হারুনুর রশিদকে সোনার বাংলা কটন মিলস লিমিটেডের সকল প্রকার মামলা পরিচালনা করার জন্য সিনিয়র প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করা হলো। পরে এডভোকেট হারুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ আমাকে সিনিয়র প্যানল আইনজীবি হিসেবে নিয়োগ প্রদান করায় মাধবদী পৌর মেয়র ও সোনার বাংলা সমবায় কটন মিলসের সভাপতি হাজ্বী মোশাররফ হোসেন প্রধান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সকলের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অন্যতম শর্ত হচ্ছে আইনের শাসন ও আইনের সমতা। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। আমি আমার কর্ম দক্ষতা দিয়ে এগিয়ে যাবো। মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস একটি ঐতিয্যবাহী প্রাচীন মিলস এ মিলসের আইনজীবি হিসেবে আমাকে নিয়োগ প্রদান করায় আমি মনে করি আমার ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। আমি আমার সর্ব্বচো চেস্টা করে যাবো আমার দায়িত্ব পালন করতে। এসময় আরো জানাগেছে যে তিনি বিভিন্ন গ্রুপ ও সংগঠনের আইনজীবি হিসেবে কাজ করছে যেমন, বি জি এম সি (পাট ও বস্ত্র মন্ত্রনালয় অন্তর্ভুক্ত) মাধবদীর নওপাড়ার জজ ভূইয়াঁ গ্রুপ। ঢাকার পুর্বাচল হোমল্যন্ড সিটি সহ বিভিন্ন কোম্পানির প্যানেল আইনজীবী হিসেবে রয়েছে। এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক পদটি বহন করছে। মনোহরদীর হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রী কলেজের ভেনাবোলেন্ড মেম্বার হিসেবে আছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। প্রধান উপদেষ্টা, শিবপুর ইটাখোলার শাষপুর দারুল উলুম হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মনোহরদী উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন বলে জানান। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category