আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর আওয়াজ এর উদ্যোগে মাধবদীতে সাংবাদিকদের মিলন মেলা

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর আওয়াজ এর আয়োজনে মাধবদীতে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) রাত ৯ টায় মাধবদী পৌরসভা সংলগ্ন “কফি অ্যান্ড ক্যাফে” রেস্টুরেন্টে নরসিংদীর সর্বাধিক পঠিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নরসিংদীর আওয়াজ’ এর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় নরসিংদীর আওয়াজ এর সম্পাদক ও প্রকাশক আব্দুল কুদ্দুস টিম নরসিংদীর আওয়াজের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে উপহার হিসেবে মোবাইল ব্যাগ ও মোবাইল হোল্ডার বিতরণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে সকলকে নিয়ে নৈশভোজের আয়োজন করেন। এ সময় মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মকবুল হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভি জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, বাংলা টিভির জেলা প্রতিনিধ শরীফ ইকবাল রাসেল, দৈনিক অধিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ রেজাউল করিম, এস এ টেলিভিশনের প্রতিনিধি সুমন পাল, মানবাধিকার কমিশন নরসিংদী আন্তজেলা সভাপতি আব্দুল হান্নান মানিক, মোঃ রাকিবুল ইসলাম, দিদারুল ইসলাম ও দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আল- আমিন সহ আরো অনেক সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category