নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ পৌরসভার শোলাকিয়া নীলগঞ্জ মোড় ভূইয়া বাড়ী নিবাসী পুরান থানা লতিফ প্লাজার স্বত্বাধিকারী, সদর পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন এর বাবা হাজ্বী মোঃ রইস উদ্দিন ভূঁইয়া শোক শ্রদ্ধায় সমাহিত হয়েছেন। বুধবার বাদ মাগরিব শহীদি মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজের পর শোলাকিয়া বাগেজান্নাত নূরানী কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম সম্পাদক মাজহারুল ইসলাম সাংগঠনিক আমিনুল ইসলাম আশফাক হাজী ইসরাইল ইসলাম, পৌর কাউন্সিলার মোঃ আব্দুল গনি, আশরাফুল আলম শামীম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খালেকুজ্জামান, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শেখ আসাদুজ্জামান খোকন, কিশোরগঞ্জ ব্যাবসায়ী সমিতির সভাপতি আশিকুর রহমান রাজিব সম্পাদক রকিবুজ্জামান খান শওকত,পুরানথানা ব্যবসায়িক সমিতির সভাপতি মোঃ লায়েক আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম নাসিম খান, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবিদ আকবর, জেলা আইডিবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিউল আলম আরজু, নিরাপদ সডক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক শফিক কবীর, কোষাধ্যক্ষ ফারুকুজ্জামানসহ শহরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, অন্যান্য শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, তিনি ফুসফুস সহ বিরলরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থেকে সর্বশেষ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের (I C U)তে ভোর ৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ভুইয়া পরিবারের ৬ ভাই ও ৪ বোনের মধ্যে ছিলেন ৪র্থ। মৃত্যুকালে ২ ভাই ২ বোন, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনীসহ বংশের অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply