আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সদরে ওয়ালটন পণ্যে নিয়ে স্বপ্ন-১’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদর উপজেলার (বৌলাই) হাবিব নগরে যাত্রা শুরু করলো বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসি শোরুম ‘সপ্ন ইলেকট্রনিক্স’।
উপজেলার বৌলাই ইউনিয়নের হাবিব নগর নাকভাংগা বাজারের (কিশোরগঞ্জ-চামড়াঘাট) সড়কের মোতালিব প্লাজায় চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য।

বুধবার (১৫ ফেব্রুয়ারী, ২০২৩) সন্ধ্যায় ফিতা কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে স্বপ্ন ইলেকট্রনিক্স’ শোরুমের উদ্বোধন করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি হেড অব সেলস্, এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা, কিশোরগঞ্জ জোনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, টেরিটরি সেলস ম্যানেজার রাসেল মাহমুদ।
বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, ঝাফরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দীন ফকির মিলন, ইঞ্জিনিয়ার শফিউল আলম আরজু, সাংবাদিক শফিক কবীর, সাংবাদিক ফারুকুজ্জামান, সমাজসেবক রিপন হাবিব প্রমূখ।
সে সময় অন্যদের মধ্যে স্বপ্ন ইলেকট্রনিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান,স্বপ্ন-১ এর স্বত্ত্বাধিকারী মোঃ রফিকুর রহমান শাহজাদা, মোতালি প্লাজার কর্ণদার মোঃ লিটন মিয়া, স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তাদের নিকট আত্মীয় বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা বলেন, ক্রেতারা বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য সাদরে গ্রহণ করেছেন বলেই আজ এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বে ছড়িয়ে পড়েছে। নতুন এই শোরুমের মাধ্যমে অত্র এলাকা ও হাওর অঞ্চলেও ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি পাবে।
বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন বলেন, বর্তমানে প্রতিটি ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। মানুষের হাতের নাগালে ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের পণ্য পাওয়া এলাকাবাসীর জন্য সৌভাগ্যের। ওয়ালটন যেহেতু ইলেকট্রনিক্স পণ্য তাই সততা ও নিষ্ঠার সহিত গ্রাহক সেবাও যেন অব্যাহত তাকে।
এই এলাকায় সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ রয়েছে। এটার সমৃদ্ধি আরো বৃদ্ধি করণ অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা থাকবে।
স্বপ্ন ইলেকট্রনিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান জানান, আমরা দীর্ঘদিন ধরেই ওয়ালটন পরিবারের সাথে যুক্ত হয়ে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মার্কেটে স্বপ্ন ইলেকট্রনিক্স, করিমগঞ্জ বাজারে ঈশা টেলিকম ও মা ইলেকট্রনিক্স নামে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম এই এলাকার মানুষের দরকার ছিলো। ওয়ালটন কোম্পানির সহযোগিতায় সেই চাহিদা আজ পূরণ হলো। ভবিষ্যতে বিভিন্ন সময়ে ওই শোরুম থেকে ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিভিন্ন সুবিধা ও অফার অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category