আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় কসমেটিক্সসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি ঃ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ মো. মোশারফ (২৯) ও মো. মোহর আলী (২৪) নামে দুই চোরাকারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্প।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লাভিডা হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় চোরাকারবারি মো. মোশারফ ও মো. মোহর আলীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ভারতীয় ৭১২ পিস ইমামি তেল ও ৭১২ পিস বোরো প্লাস বডিলোশন ও নগদ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃত চোরাকারবারিরা সুনামগগঞ্জ জেলার সদর উপজেলার বেরিগাঁও এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মোশারফ ও একই এলাকার খলিল মিয়ার ছেলে মো. মোহর আলী।
উদ্ধারকৃত ভারতীয় পণ্য (তেল ও বডিলোশন) ও আটক চোরাকারবারিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category