নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক পৃথক অভিযানে ৪’শ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বেলা সাড়ে চারটায় কটিয়াদী থানার লোহাজুরি দশপাখি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল্লাহ(১৯), বিজয় (১৯), ও আঃ সামাদ(২৫)কে আটক করে। এবং তাদের দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মাদক কারবারি আব্দুল্লাহ স্থানীয় শুকুর আলীর ছেলে, বিজয় পূর্বচর পারাতলা গ্রামের ফিরোজ উদ্দিন ভূঞার ছেলে ও আঃ সামাদ স্থানীয় মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় রাত দশটায় একি থানাধীন আতরতোপা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ আক্কাস (৪৫) ও মোঃ মামুন(৩০)কে আটক করে। তাদের হেফাজত থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মাদক কারবারি মোঃ আক্কাস পশ্চিম সহশ্রাম গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র ও মোঃ মামুন সতেরধোন (মোড়ল বাড়ি) এলাকার জামাল মিয়ার পুত্র।
উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা) তালিকামূলে জব্দ করে আটককৃত আসামিদের বিরুদ্ধে কটিয়াদি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply