মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃময়মনসিংহ ত্রিশাল উপজেলার কৃতি সন্তানদের ৪০তম বিসিএস নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
২৭ নভেম্বর (রবিবার) ত্রিশাল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে ৪০তম বিসিএস নিয়োগপ্রাপ্ত হওয়ায় ৪ জনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। তারা হলেন ত্রিশাল উপজেলার শরীফা আক্তার, সাধারণ শিক্ষা ক্যাডার,মাহমুদুল হাসান,সাধারণ শিক্ষা ক্যাডার, মোজাম্মেল হক,কৃষি ক্যাডার,সাদরুল আলম সিয়াম, প্রশাসন ক্যাডার।
এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন, উপজেলা সহকারী অফিসার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply