নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আচমিতা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুই মাদক বিক্রেতা হলেন-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর উত্তর পাড়া ( মামুন কমিশনারের বাড়ির সামনে) এলাকার মৃত মজলিস মিয়ার ছেলে মো. শাহ আলম (২৪) ও একই এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৩)।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আচমিতা এলাকায় গাঁজা নিয়ে ওই দুই মাদক কারবারি অবস্থান করছিলো। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
গাঁজাসহ আটক দুজনের নামে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply