আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য বিষয়ে পালিত হলো ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ দিবসটি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার ( ৩১অক্টোবর) সকাল ১০ টায় জেলা সদরের কাটাবাড়িয়া আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউডের হল রুমে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখায় সভাপতি ফিরোজ উদ্দীন ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম। কর্মশালায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর। প্রশিক্ষণ কর্মশালায় সচেতনতামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)এর রাজস্ব কর্মকর্তা মোঃ আলা উদ্দিন সরকার, ট্রাফিক আইন সম্পর্কে বিস্তর আলোচনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মো.আবেদ আলী, সংগঠনের অর্থ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, দুর্ঘটনা সম্পাদক আলী রেজা সুমন প্রমূখ।


পরে,কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘দাবী মোদের একটাই নিরাপদ সড়ক চাই’ ও আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” স্লোগানে স্লোগানে চলাচলকারী যাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নিসচার কার্যকরী সদস্য এস এম জাহাঙ্গীর আলম, মোঃ রুবেল মিয়াসহ আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট’র সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category