মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহে ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি/২০২১ এর বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার ১২ই অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি পরিচালনা পরিষদের মহাসচিব আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস,ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি মুহাম্মদ আলমগীর কবীর,বিশিষ্ট সমাজ সেবক বদর উদ্দিন, কামরুল ইসলাম মাস্টার প্রমুখ। উল্লেখ,ময়মনসিংহ সদর ও ত্রিশাল উপজেলায় ২০১৫ সাল থেকে প্রতি বছরই দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হচ্ছে।
Leave a Reply