আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশাল পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বুধবার দুপুরে পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিনের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন , প্যানেল মেয়র ১ রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র ২ মানিক ছাইফুল, কাউন্সিলর আলমগীর কবির, খালিদ মাহমুদ সুমন, মোঃ আনিছুজ্জামান, শহর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় মেয়র আনিছ বলেন, বিশ্বের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনা জনসেবায় দেশ পরিচালনায় যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পিছনে হাজার বছরে খোঁজলেও পাওয়া যাবে না। শেখ হাসিনা জন্ম নিয়েছিল বলেই বঙ্গবন্ধু স্বপ্ন দেখা বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে। সারা বিশ্বে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার নেতৃত্ব একটি রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ ও বাংলাদেশের উন্নয়নের রূপকার, বিশ্ব শান্তি ও মানবতার প্রতীক, বাংলাদেশের গর্ব, মাদার অব হিউমিনিটি, বিশ্বব্যাপী টিকাদান সংস্থা কর্তৃক “ভ্যাকসিন হিরো” পুরস্কারসহ অগনিত আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুন এক পরিচিতি এনে দিয়েছেন। আজ আমরা বিশ্ব ভূ-খন্ডে মধ্যম আয়ের দেশের নাগরিক হিসেবে গর্ব করি। মেয়র আনিছ আরো বলেন, বঙ্গবন্ধু আমার জীবন আদর্শ, আর জননেত্রী শেখ হাসিনা আমার চেতনা। আমি আজকে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category