আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার অর্থদন্ড দেওয়া হয়েছে । মঙ্গলবার ত্রিশালে বাজার মনিটরিং পূর্বক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রীর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।

এ সময় নাম ঠিকানাহীন , বিএসটিআই অনুমোদনহীন খাদ্য পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং বিক্রয়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহকে নগদ ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।

এছাড়াও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ কসমেটিকস সামগ্রী জব্দ করে বিনষ্ট করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি ) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে বিএসটিআই ময়মনসিংহ অঞ্চলের একটি প্রতিনিধি দল ও ত্রিশাল থানা পুলিশ ।

ভ্রাম্যমাণ আদালত শেষে হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান , ব্যবসায়ীদেরকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য ভবিষ্যতে বাজারজাত না করার নিমিত্ত মুচলেকা গ্রহণ করা হয়েছে । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category