আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ মৎস্য বিভাগের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ মৎস্য বিভাগের উদ্যোগে সদর উপজেলা পরিষদের পুকুরে বুধবার (৭ সেপ্টম্বর) দুপুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচীর উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী।
কিশোরগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উক্ত পুকুরটিতে বিভিন্ন জাতের ৫২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
২০২২-২০২৩ আর্থিক বছরে রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা মাছ প্রাতিষ্ঠানিক/উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আ. সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, কিশোরগঞ্জ জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল,সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সদরের সম্প্রসারণ কর্মকর্তা (এনএ টিপি-২ প্রকল্প) মোঃ আশিকুর রহমান আশিক প্রমুখ ছাড়াও সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর জানান, সদরের সরকারী বেসরকারী বিভিন্ন পুকুর , নরসুন্দা নদী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরেও ৫২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category