আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে কিশোরগঞ্জে পাঁচ সংগঠনের দশ দাবিতে প্রচার অভিযান ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে পাঁচটি সংগঠনের দশটি দাবিতে সচেতনতামূলক প্রচার অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ জুন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ রক্ষা মঞ্চ (পরম), সচেতন নাগরিক কমিটি (সনাক), সম্মিলিত সামাজিক আন্দোলন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে সকাল দশটায় শহরের বড়বাজার, একরামপুর, পুরানথানাসহ বিভিন্ন যায়গায় পাঁচটি সংগঠনের দশটি স্লোগান ফ্যাস্টুনে সম্বলিত ( ফুটপাত দখলমুক্ত করুন-পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করুন, কিশোরগঞ্জ শহরের ভয়াবহ যানজট ও অসহনীয় জলাবদ্ধতা দূর করুন, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখুন – পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলুন, প্লাস্টিক বর্জ্য যেখানে-পরিবেশ দূষণ সেখানে, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমান- ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়ান, সঠিক বর্জ ব্যবস্থাপনা-রক্ষা করবে নদী নালা, নরসুন্দা দখল ও দূষণ বন্ধ করুন – সিএস মূলে নদীর সীমানা পিলার স্থাপন করুন, ইমারত বিধি অনুসরণ করুন – নিয়ম মেনে স্থাপনা নির্মাণ করুন, পলিথিন ব্যবহার বন্ধ করুন – পরিবেশ রক্ষা করুন, বিঞ্জান সম্মত বর্জ্য ব্যবস্থাপনা চালু করুন – পরিবেশ রক্ষা করুন) মর্মে ব্যাপক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। এবং বিকেল চারটায় নরসুন্ধা মুক্তমঞ্চে আবারো বিভিন্ন দাবি -দাওয়া নিয়ে প্রায় দুই ঘন্টার অধীক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, এতে বক্তব্য রাখেন – নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফিরোজ উদ্দিন ভূইয়া সাধারণ সম্পাদক মোঃ শফিক কবীর, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সদস্য প্রফেসর আ.গণি, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এড. অশোক সরকার, পরিবেশ আন্দোলন (বাপা)’র সভাপতি প্রফেসর রবিন্দ্রনাথ চৌধুরী, পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)’র সভাপতি অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ইয়েস গ্রুপের সদস্য হাকিমুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন – শহরবাসীকে সচেতন করতে আমরা ইচ্ছে করলেই আমাদের শহরের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে পারি। এটা আমাদের শহর, আমাদেরকেই বাঁচাতে হবে, আমরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকি, যদিও ব্যবহার করি, তবে তা ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে ফেলি এবং আরো গুরুত্বপূর্ণ সচেতনামূলক বক্তব্য রাখেন বক্তাগণ।
প্রচরনা এবং পথ সভায় অংশগ্রহণ করেন স্কুল – কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সচেতন নাগরিক (সনাক), পরিবেশ রক্ষা মঞ্চ (পরম), সম্মিলিত সামাজিক আন্দোলন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ।
প্রথমার্ধের প্রচারনার পর বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category