আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০০০ পিস ইয়াবা ও নগদ টাকা’সহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দাঠিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা হতে ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যাবহৃত ২(দুই)টি মোবাইল ও নগদ ১৫৯০/-(পনের’শ নব্বই) টাকা’সহ ১(এক) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

র‍্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানির লে. কমান্ডার উপ-পরিচালক এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব
ক্যাম্পের একটি আভিধানিক দল বুধবার ৯ মার্চ বেলা দেড়টায় কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে
১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যাবহৃত ২(দুই)টি মোবাইল ও নগদ ১৫৯০/-(পনের’শ নব্বই) টাকা’সহ মাদক ব্যবসায়ী মোঃ নাসির মিয়া(৪৯)কে আটক করে।

মাদক ব্যবসায়ী মোঃ নাসির মিয়া ভৈরব উপজেলার -চন্ডিবেড় দক্ষিণপাড়ার মৃত জয়নাল আবেদিনের পুত্র।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যাবসায়ী
মোঃ নাসির মিয়া ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category