আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

“তদন্ত কমিটির পরিদর্শন” মাধবদীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : মাধবদী পৌর শহরের ৭ নং ওয়ার্ডের আলগী মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার মাহমুদার বিরুদ্ধে ভর্তি ফি ও কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যাক্তিদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার সকাল সাড়ে দশটায় নরসিংদী জেলার মাধবদীর আলগী মনোহরপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও তদন্ত করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি। তদন্ত কালীন সময়ে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক সহ অন্যান্য সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও আরিফুল ইসলাম অভিযোগকারি পরিচালনা কমিটির সদস্য আলি আশরাফ সহ এলাকাবাসীর বক্তব্য শোনেন তদন্ত কমিটি এবং সঠিক তদন্ত রিপোর্ট উর্ধতন কর্মকর্তার নিকট প্রেরন করবেন বলে আশ্বাস দেন। উল্লেখ্য প্রধান শিক্ষিকা কামরুন নাহার মাহমুদার বিরুদ্ধে অবৈধ ভাবে ভর্তি ফি আদায় সহ বিভিন্ন অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট আবেদনের প্রেক্ষিতে আজ বিদ্যালয় পরিদর্শন করেছেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category