ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : বিদ্যাদেবী শ্রী শ্রী স্বরসতী পূজা ২০২২ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের হিন্দুপল্লী পূজা উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল হিন্দুপল্লী পূজা উদযাপন কমিটির আয়োজনে ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের হিন্দুপল্লীতে পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূজা মন্ডপ পরিদর্শণ করে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান।
পূজা মন্ডপ পরিদর্শণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-১ ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, দুঃখু মিয়া বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক আশোতোষ কর্মকার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামান, ক্রিড়াবিদ মশিউর রহমান দ্বীপক, ত্রিশাল পৌরসভার সাবেক কাউন্সিলর শংঙ্কর রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাধা রমন মোদক।
Leave a Reply