ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল কমিটির উদ্যোগে শীতার্ত-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিকেলে ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের হিন্দুপল্লীতে অর্ধ শতাধিক শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড সুজিত বর্মণ।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের অধ্যাপক কবি সাব্বির রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাধা রমন মোদক।
Leave a Reply