মোঃ আল আমিন নরসিংদী প্রতিনিধিঃ সামাজিক ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ (২৯জানুয়ারী) সকালে নরসিংদীর কোর্ট রোডস্থ রাধুনি হোটেল এন্ড রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে পেস ফেসিলিটেটোর গ্রুপের (Peace Facilitator Group. PFG) আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর নরসিংদী জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আজীবন সদস্য মোজাম্মেল হোসেন।
নরসিংদী জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএফজি’র কো-অর্ডিনেটর মায়মুনা আক্তার রুবি ও তৌফক জিল্লুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক কবি ও ছড়াকার ইমদাদুল ইসলাম খোকন, সাংবাদিক মকবুল হোসেন, কবি মহসিন খন্দকার, সাংবাদিক আল আমিন, সাংবাদিক মন্জিল এ মিল্লাত, সাংবাদিক ও কবি নাসিম আজাদ ও আনোয়ার হোসেন, শিক্ষক শাহাদাৎ হোসেন খোকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply