আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সদর’সহ তিন উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জেতৃ তীয় ধাপে (গত ২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর এই তিন উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। সোমবার ৩জানুয়ারী বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন, নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন এবং কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। উপজেলাভিত্তিক নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নিকলী উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত ফেরদৌসী, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকতার্গণ উপস্থত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচরের নবনিবার্চিত ইউপি সদস্যগণ সংশ্লিষ্ট উপজেলায় পৃথক পৃথকভাবে শপথ নিবেন বলে জানিয়েছেন।

শপথগ্রহণকারী ইউপি চেয়ারম্যানগণ হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউপির মো. আওলাদ হোসেন, যশোদল ইউপির ইমতিয়াজ সুলতান রাজন, বিন্নাটি ইউপির মো. শফিকুল ইসলাম, মারিয়া ইউপির মো. মুজিবুর রহমান হলুদ, কর্শাকড়িয়াইল ইউপির মো. বদর উদ্দিন, মহিনন্দ ইউপির মো. লিয়াকত আলী, রশিদাবাদ ইউপির জহিরুল ইসলাম জুয়েল, দানাপাটুলী ইউপির মো. মাসুদ মিয়া, চৌদ্দশত ইউপির মো. আতাহার আলী ও মাইজখাপন ইউপির আবুল কালাম আজাদ তারু।

নিকলী উপজেলার সিংপুর ইউপির মোহাম্মদ আলী, দামপাড়া ইউপির আলহাজ মো. আনোয়ার হোসেন, কারপাশা ইউপির তাকি আমান খান, নিকলী সদর ইউপির কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, জারইতলা ইউপির মো. আজমল হোসেন আফরোজ, গুরুই ইউপির মো. তোতা মিয়া ও ছাতিরচর ইউপির মো. শামসুজ্জামান চৌধুরী ওরফে ইয়ার খান।

কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপির মো. এনামুল হক আবু বাক্কার, উছমানপুর ইউপির মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপির মুহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউপির মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউপির আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category