আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২৬তম বার্ষিকীতে সরকারের কাছে ওয়ান-ষ্টপ সার্বিস দাবী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মোঃ মজিবুর রহমান বেলাল, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আসাদুর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা কমিটির উপদেষ্ঠা মোঃ হেলাল উদ্দিন মানিক।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও অর্থসম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মোঃ নজরুল ইসলাম, অর্থ-সচিব মোনায়েম খান রেজা, জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল, জেলা কৃষকলীগের সভাপতি সাংবাদিক আহাম্মদ উল্লাহ্,
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি ইকবালুর রহমান অপু, জেলা শাখার। যুগ্নসস্পাদক সামছুল আলম শামীম, সদস্য উসমান গণী, মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে  জানান, হয়রানি মূলক সার্বিস বন্ধ করে  ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করতে সরকারী ওয়ানষ্টপ সার্বিস চালু করতে সরকারের কাছে দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category