আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে মহাবীর ঈশা খার জঙ্গলবাড়ি পরিদর্শন

নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জের সাংস্কৃতিক প্রত্নস্থল জঙ্গলবাড়ি পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সিনিয়র তথ্য অফিসার পিআরও ফয়সাল হাসান, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ব্যক্তিগত সহকারী মোঃ মোহাইমিনুল ইসলাম ইমন, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজাল, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার কামাল, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, করিমগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার তসলিমা নুর হোসাইন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চরিক পরিচালক কাযার্লয়ের সহকারী পরিচালক ফেরদৌস আহমেদ, কাদির জঙ্গল ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান  আরিফ আহমেদ কনক প্রমুখ।
প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত সংরক্ষিত প্রত্নস্থল জঙ্গলবাড়ির বিভিন্ন পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন এবং জাদুঘর নিমার্ণের অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রীকে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি ফুল দিয়ে বরণ করে নেন। প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপিকে কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খান, দেওয়ান মামুন দাদ খান ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী একটি অভিনন্দন পত্র দিয়ে বরণ করেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিমন্ত্রী জেলা সদরের যশোদলে অবস্থিত বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের পৈত্রিক বসতবাড়ি ও বড়ইতলা বধ্যভূমি পরিদর্শন করেন। অপরদিকে সন্ধায় কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড কর্তৃক আয়োজিত শিল্পকলায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও গীতি নাট্য গণহত্যা ৭১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category