ফাতেমা শবনম : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সচিব নজরুল ইসলাম বদলী হওয়ায় পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে বিদায় ও তিন প্রকৌশলী যোগদান করায় বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১৭অক্টোবর) সকালে পৌরসভা হলরুমে পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী সচিব নজরুল ইসলাম, নবযোগদানকৃত প্রকৌশলী হুমায়ুন কবির, সহকারী প্রকৌশলী মিজানূর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রাশেদুজ্জামান বিপ্লব, প্যানেল মেয়র মানিক ছাইফুল, কাউন্সিলর মেহেদী হাসান নাছিম, উসমান গনি কুসুম, খালিদ মাহমুদ সুমন, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, বিশিষ্ঠ ক্রীড়াবিদ মশিউর রহমান, দীপক প্রমুখ।
Leave a Reply