আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্মাননা ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের বুক সেলফ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেছেন,পুর্ব পুরুষদের ঐতিহ্যের পথ অনুস্মরণ করে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করে যাচ্ছেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। কিশোরগঞ্জ জেলা পরিষদের অথার্য়নে শুক্রবার জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের
গয়ালাপাড়ায় অবস্থিত পাঠাগারের বুক সেলফ উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্ত্যকালে তিনি এ কথা বলেন। তিনি
বলেন, সাদীর উদ্যোমী সৃজনশীল কর্মকান্ডের সারথী হয়েছেন এক ঝাঁক কবি লেখক শিল্পী সাংবাদিক। সাদীর কর্মকান্ড দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আমার কাছে সাদীর লিখনী খুব ভালো লাগে। অনেকে হয়তো সাদীকে পছন্দ করে না যে সাদী পক্ষে থাকলে ভালো বিপক্ষে থাকলে ভালো না। আমি এসব পছন্দ করি না। কাজের মাধ্যমে সাদী প্রমাণ করেছে,ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে প্রশংসা কুড়িয়েছে। সাদী তাঁর
পাঠাগারে মহিনন্দের ইতিহাসের পাশাপাশি জেলা ও জাতীয় ইতিহাসের উপকরণ সংরক্ষিত করেছেন। আমাদের চিত্র নায়ক সায়মন সাদিকও কাজের মাধ্যমেই আজ জাতীয় চলচ্ছিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তাতে সে নিজে গর্বিত হয়নি আমাদেরকেও গর্বিত করেছে। আজকে এই পাঠাগারে তাঁর ছবি সংরক্ষিত দেখে পুলকিত হয়েছি। এ পাঠাগারের পাঠক যারা আসেন সাদীর সাথে সময় দেন বই পড়ের, তাতে আমার খুব
ভালো লাগে। আপনাদেরকে মনে রাখতে হবে মানুষের জন্য সমাজের জন্য ভালো কাজ করলে সফলতা আসবেই। সাদীর পাঠাগার ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কাজে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল হক সাদী। মহিনন্দ
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ নাছির উদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, কবি মাহফুজুর রহমান, লোকজ শিল্পী ফিরোজ সাই, কবি সোহেল মোহাম্মদী, রাব্বি ও সুমন। পরে পাঠাগারের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা
পরিষদের সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় পাঠাগারের দায়িত্বশীলগণ, পাঠক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category