আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশা‌লে শেখ হা‌সিনার ৭৫তম জন্মবা‌র্ষিকী পালিত

ফাতেমা শবনম ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি :
ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন নানা কর্মসূচীর মধ‌্যদি‌য়ে পা‌লিত হ‌য়ে‌ছে ।

এ ল‌ক্ষ্যে ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের আ‌য়োজ‌নে মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) বিকা‌লের মাদানী সিএন‌জি পা‌ম্পে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ময়মন‌সিংহ-৭ (‌ত্রিশাল) আস‌নের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ও সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ।

অলোচনা সভায় ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্ড‌লের সঞ্চলানায় বক্তব‌্য রা‌খেন ময়মনসিংহ জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেন আকন্দ, ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক হা‌মিদুর রহমান, পৌর আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক মোখ‌ছেদুল আমীন মৃধা, ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এ‌কেএম মাহাবুবুল আলম পার‌ভেজ, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি হাসান মাহমুদ, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক ও পা‌শে দাঁড়াও (সামা‌জিক সংগঠন) এর সভাপ‌তি জ‌হিরুল ইসলাম সরকার, উপ‌জেলা আওয়ামী লীগ নেতা নয়ন তালুকদার, উপ‌জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বা‌তেন, উপ‌জেলা আওয়ামীলীগ নেতা মিনহাজ উ‌দ্দিন, ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের সাব‌কে সহ সভাপ‌তি শ‌ফিউল্লাহ মোস্তফা ম‌নির প্রমুখ।

আ‌লোচনা অনুষ্ঠান শে‌ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপল‌ক্ষে কেক কাটা হয়। প‌রে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ‌্যতা কামনা ক‌রে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category