আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাককানইবিতে শিক্ষার্থী বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন

ফা‌তেমা শবনম : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সাম‌নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ‌‌।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ত্রিশাল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাদিকুল ইসলাম সকাল ।

মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান বলেন, বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে । আপনারা স্মারকলিপি জমা দেন । আমরা প্রশাসনিকভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখবো ।

মানববন্ধন শেষে জাককানইবি প্রক্টরের কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন এবং পরীক্ষার হলে ঢুকে তারেক রহমানের উপর হামলার বিষয়ে আলাদা একটি অভিযোগপত্র দেয়া দেয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category