আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশা‌লে কবি কাজী নজরুল ইসলা‌মের প্রয়াণ বার্ষিকী পালিত

ফা‌তেমা শবনম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম
প্রয়াণ বার্ষিকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে। কর্মসূচীর
মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, পুষ্পস্তবক অর্পন, ওয়েবিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানসহ অন্যান্য।

শুক্রবার সকালে পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুসহ অন্যান্যরা।

এদিকে নজরুলের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শোকের মাসে আন্তর্জাতিক ওয়েবিনার শীর্ষক আলোচনা সভায় ‘নজরুলের চলচ্চিত্র: চলচ্চিত্রে নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বেলা
১১টায়। বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ-এর সভাপতিত্বে এতে বাংলাদেশ ও ভারতের
খ্যাতিমান নজরুল গবেষকরা এতে অংশ নেন।

দুপুরে ‘কাজী নজরুল ইসলামের ছোটগল্পে নিম্নবর্গের জীবনঃ প্রসঙ্গ রাক্ষুসী ও অগ্নি-
গিরি’ ড. সৌরেন বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে অংশ নেন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান নজরুল
গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category