আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠোর লকডাউনের ১ম দিনে কিশোরগঞ্জ শহরে ২২ ব্যাক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : কঠোর লকডাউনের ১ম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় কিশোরগঞ্জ শহরে ২২ ব্যাক্তিকে ৪৪’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে ও র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ঠিমের সহযোগিতায় বৃহস্প্রতিবার (১ জুলাই কিশোরগঞ্জ শহরের রথখোলা, পুরান থানা, বড় বাজার ও বটতলা এলাকায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও বাধ্যতামূলক মাস্ক পরিধানে বিনামূল্যে মাস্ক বিতরন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম স্যারের সার্বিক নির্দেশনা ও পরামর্শক্রমে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান এর উপর এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ২২জন ব্যক্তিকে মোট ৪,৪০০/- টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অর্ধশত ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসন কর্তৃক এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category