আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে ইফা
কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুন আল মাসুদ খান। এতে সভাপতিত্ব করেন
সদর উপজেলার নিবার্হী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা
ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকতার্ মাহবুবুর রহমান।
ইফার মডেল কেয়ারটেকার মাও. হুমায়ুন কবীরের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুম বিল্লাহ প্রমুখ।
সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন মাও. মোস্তাফিজুর রহমান। পরে সদর উপজেলার হত দরিদ্রদের মধ্যে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়।

এর আগে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে
ইমামদের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা সমাজের অসঙ্গতি দূর
করার জন্য, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে ইমামদের যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা
করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও.আ.মতিন।
এ সময় সদর উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, ধর্মীয় নেতা ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category