নিজস্ব প্রতিনিধি ঃ ইসলামিক ফাউন্ডেশন(ইফা) কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ৭ দিন ব্যাপী হাওর এলাকার জনগনের জীবনমান উন্নয়ন ও
জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্ক উদ্ধুদ্ধকরণ বিষয়ের প্রশিক্ষণ এগিয়ে চলছে।
প্রশিক্ষণে জেলার খতিব, ইমাম ও ধর্মীয় ব্যক্তি বর্গগণ অংশ নিয়েছেন। ইফার জেলা
কাযার্লয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইসলামিক
ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবেজ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুৃর রহমান খালেদ বিপিএম
বার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সাখাওয়াত হোসেন, প্রকল্প পরিচালক মোঃ
আঃ রাজ্জাক।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুজ্জামান, কিশোরগঞ্জ কৃষি গবেষণাা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ মহিউদ্দীন, ইফার ফিল্ড অফিসার মাও.এনাম বিন ফজলুল হকসহ জেলা পযার্য়ের বিভিন্ন দপ্তরের কর্মকতার্বৃন্দ।
প্রশিক্ষণে জানানো হয় , প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সোনার বাংলায় সোনার মানুষ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন। পিতার মত তাঁর সুযোগ্য কন্যা দেশ ও মানুষের স্বার্থে নিষ্ঠার সাথে
কাজ করছেন। এতে দেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে এবং দেশ এগিয়ে
যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ইফার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবেজ আহমেদ বলেন,
ইমাম,খতিব, ধর্মীয় নেতা ও উলামাগণদের সাথে সমাজের সকল স্তরের মানুষের
সুসম্পর্ক রয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং হাওর এলাকার জনগণের
জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ বিষয়ে
ইমাম সমাজকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, এই দেশ আমাদের সকলের।
দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি ইমামগণকেও কাজ করতে হবে। সমাজের
শান্তি রক্ষায় ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ধারাবাহিকতায়
প্রশিক্ষণের উদ্বুদ্ধকরণ বিষয়েও ইমামগণকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার
আহবান জানান।
Leave a Reply