আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের মানসিক প্রতিবন্ধী খায়রুলের সন্ধান চায় তার পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কাযার্লয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খানের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী মোঃ খায়রুল আনাম খান ওরফে খায়রুল (৪৫) কে ফিরে পেতে অপেক্ষা করছেন পরিবার। জানা যায় সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়াস্থ মাও.ভাসানী স্বরণীর ৮৮৬/১৬ বাসা থেকে বের হয়ে সে আর ফিরেনি। তার পড়নে ছিলো লুঙ্গি ও ধূসর রঙ্গেল হাফ
শার্ট। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং ফসার্, মাথায় চুল ছোট এবং মুখে ছোট দাঁড়ি।
এ বিষয়ে তাঁর বড় ভাই সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কাযার্লয়ের
উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ
ডায়েরী (৫৫৫ তাং ১১.৩২১ ইং) করেছেন। তিনি জানান, আমার ছোট ভাই মোঃ খায়রুল আনাম খান ওরফে খায়রুল (৪৫) একজন মানসিক প্রতিবন্ধী। সে গত ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে উকিলপাড়া, কিশোরগঞ্জ এর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৭১৬৬১৬৭৭৪, ০১৭১১৩৬২৬২৪ নম্বরে বা নিকটস্থ থানায়
খবর দিলে উপকৃত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category