নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দীরবন এলাকা হতে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে
ও র্যাবের গোয়েন্দা নজরদারীতে নিশ্চিত হয়ে
৩ মার্চ দিবাগত রাত অনুমান সাড়ে নয়টায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দীরবন এলাকায় অভিযান চালিয়ে তিনশত পঞ্চান্ন পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর মিয়া (২৮)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর মিয়া স্থানীয় মৃত খোকন মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply