নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের পুলেরঘাট বাজার এলাকা হতে এক কেজি গাঁজা এবং এক টি মোবাইল সেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে
ও র্যাবের গোয়েন্দা নজরদারীতে নিশ্চিত হয়ে
২ মার্চ রাত অনুমান আট ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা এবং
এক টি মোবাইল সেট’সহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া(২৫)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া চৌদ্দশত ইউনিয়নের বগাডুপি গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply