আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“ম্যান মেশিন মেটেরিয়াল” এই তিনে উৎপাদনশীল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ে অবহিতকরণ প্রকল্পের আওতায় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ উদ্যোগে ২১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা শহরের অতিথি কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব(পরিকল্পনা) ড. মোঃ আল আমিন সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাঃ এর সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) এনপিও নিশ্চিন্ত কুমার পোদ্দার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নাসিব এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি সিআইপি মির্জা নুরুল গনী শোভন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।
আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ মজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ নাসিবের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মাস্টার।
অতিথিবৃন্দের আলোচনা শেষে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের সমস্যা ও সমাধানে উপস্থিতবৃন্দের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category