আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকে পালাবদল দায়িত্ব নিয়েছেন শামীম আলম

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের নতুন ডিসি (জেলা প্রশাসক) মোহাম্মদ শামীম আলম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন । রোববার (৩ জানুয়ারি) নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৪ ডিসেম্বর তাঁকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই দিন (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা।

তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গর্বিত সন্তান।

অন্যদিকে ২০১৮ সালের ৪ মার্চ মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে তিনি জনহিতকর ও নানামুখী সৃজনশীল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category