আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালেই কিশোরগঞ্জ জেলা অটো মোবাইল মেকানিক ইউনিয়নের নিবার্চন

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা অটো মোবাইল মেকানিক ইউনিয়নের প্রথম নিবার্চন
অনুষ্ঠিত হবে শুক্রবার জেলা বহুমুখী সমবায় সমিতির অডিটরিয়ামে সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এতে ২২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে নিবার্চন কমিশন জানিয়েছে।
নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মিলন শেখ (গরুর গাড়ী), আবুল কাশেম(চেয়ার), তৌহিদ মিয়া (হরিণ),কার্যকরী সভাপতি পদে মোঃ রফিক মিয়া (রিকশা), হেলাল উদ্দিন (ঘড়ি),
সহসভাপতি মোঃ নুরুল ইসলাম (সাইকেল) মোঃ আলম (টিউবওয়েল), সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া (ছাতা), মোঃ এনামুল হক কালু (হাঁস), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান খান (মোমবাতি) মোঃ আমীন (কলস), সহ সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন (জগ), আজিজুল ইসলাম (হাতী), মাহমুদুল আলম (আম), সাংগঠনিক সম্পাদক রাজন আমেদ ইয়াছিন (কাপ প্লেইট), শাহীন খান (মোড়গ),
মনিরুজ্জামান মনির (মশাল),অর্থ সম্পাদক তাজুল ইসলাম (তালা), ইদ্রিস মিয়া (গোলাপফুল), প্রচার সম্পাদক আজহারুল ইসলাম (চাকা), আনোয়ার পারভেজ (মাইক)। নিবার্চনে দপ্তর সম্পাদক রাজন মিয়া
সজল ও সমাজ কল্যাণ সম্পাদক পদে কদ্দুছ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছিদ্দিকুর রহমান। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাহীন। সহকারী নির্বাচন কমিশনার আতাউর রহমান, রফিকুল ইসলাম, মোঃ শামসুল হুদা মুকুল, মোঃ রিয়াজ উদ্দিন।
কিশোরগঞ্জ জেলা অটো মোবাইল মেকানিক ইউনিয়নের অফিস সহকারী মোঃ এমদাদ উদ্দীন সবুজ জানান, শুক্রবারের দিনব্যাপী নিবার্চনে সংগঠনের সকল ভোটারকে যথা সময়ে ভোট প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category