নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের বানিয়াকান্দি মুসলিমপাড়া এবং মহিষাখালী এলাকা থেকে ৮৭(সাতাশি) পিস ইয়াবা ট্যাবলেট, ১(এক) কেজি গাঁজা, নগদ
৩২০(তিনশত বিশ) টাকা ও ১(এক) টি মোবাইল সেট’সহ ২(দুই) মাদক ব্যবসায়ীকে পৃথক পৃথক অভিযানে আটক করেছে র্যাব -১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান-
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাবের গোয়েন্দা নজরদারীতে তথ্যের সত্যতা পাওয়ায় সদরের বানিয়াকান্দি মুসলিমপাড়া এবং মহিষাখালী এলাকায় ১৫ নভেম্বর সন্ধা হতে রাত অনুমান সাড়ে আটটা পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১ নং আসামী মোঃ রুবেল (২৭) এর নিকট হইতে ৮৭(সাতাশি) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩২০(তিনশত বিশ) টাকা ও ০১(এক) টি
মোবাইল সেট এবং ২ নং আসামী মোঃ মঙ্গল মিয়া (৬৫) এর নিকট হইতে ১(এক) কেজি গাঁজাসহ তাদের আটক করে।
আসামী মোঃ রুবেল (২৭) শহরের বত্রিশ এলাকার মৃত হাজী আব্দুল গফুর পোদ্দারের পুত্র এবং আসামী মোঃ মঙ্গল মিয়া (৬৫),বৌলাই ইউনিয়নের মহিষাখালী গ্রামের মৃত মুক্তার হোসেনের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply