আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় আনন্দ ভ্রমণে কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতি

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির কুয়াকাটা সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ছয়টায় শহরের রথখলা নুর মসজিদের সামনে হতে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মালিকগণকে নিয়ে টুরিস্ট বাসটি কুয়াকাটায় আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে ছেড়ে যায়।
কুয়াকাটায় আনন্দ ভ্রমণ শেষে ৬ আগষ্ট শনিবার রাতে বহনকারী বাসটি যথারীতি কিশোরগঞ্জ এসে পৌঁছায়।


তিন দিনের আনন্দ ভ্রমণে উল্লেখযোগ্য ছিলো কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু বাস্তবে দেখা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুয়াকাটার সমুদ্র সৈকতে ছেলে বেলায় হারিয়ে যাওয়া ও দর্শনীয় স্থানগুলো ঘুরে ফিরে দেখা, কমতিছিলোনা সামুদ্রিক মাছ শুটকিসহ বাহারি পন্য কেনাকাটায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আলী নগর অটো ব্রিকস্ পরিদর্শন। যা বাংলাদেশের একমাত্র নিজস্ব পদ্ধতিতে স্বল্প খরচে তৈরি করা সম্পুর্ন পরিবেশ বান্ধব অটো ব্রিকস্।


তিন দিনের আনন্দ ভ্রমণে সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ মানিকসহ আমন্ত্রিত অতিথি হিসেবে সফরসঙ্গী ছিলেন ইসলামি ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যাবস্থাপনা পরিচালক ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল জলিল এবং সাংবাদিক মোঃ শফিক কবীর, ও কমিটির সিনিয়র সহ-সভাপতি এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন মোহন, মোঃ শাহজাহান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল আনোয়ার রাজীব, প্রচার সম্পাদক আবুল হাসান লাকু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইছহাক ভূঞা, ব্যবসা বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য মোঃ মাহফুজুর রহমান, মোঃ নজরুল ইসলাম ও সদস্য মোঃ সানাউল্লাহ টিপু, মোঃ খায়রুল ইসলাম উজ্জ্বল, জিল্লুর রহমান মাসুদ, নাসির উদ্দীন আহমেদ, মোঃ মোবারক হোসেন প্রমূখ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category