আজ ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিন্ন আয়োজনে কিশোরগঞ্জ আল হালাল ফাউন্ডেশনের বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল হালাল ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সদস্যদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে কিশোরগঞ্জ আল হালাল ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল মুনিরা হেলথ কেয়ার ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নুরুল ইসলাম।
সংগঠনের উপদেষ্টা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও নিসচা সদর শাখার আহ্বায়ক মোবারক হোসেন সুমন।
আল হালাল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় অনুষ্ঠানের অভ্যর্থনায় ছিলেন প্রতিষ্ঠিতা সভাপতি মোঃ আশিকুর রহমান তানভীর ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুল কবির ইফতি।
আলোচনা শেষে সাংগঠনিক কাজে বিগত দিনের পর্যালোচনায় মোঃ রুবেল মিয়া ও দুলাল মিয়াকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদক, নাইমুর ইসলাম ইমন ও মোঃ আল হাদিসকে শ্রেষ্ঠ সম্পাদক পদক এবং সৌদি প্রবাসী মোঃ মাসুদ মিয়াকে মানবিক যোদ্ধা হিসেবে সম্মাননা স্বারক ও পুরুষ্কার প্রদান করা হয়। শেষে অতিথিগণ সদস্য ও উপস্থিতির মধ্যে রেফেল ড্র এর পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category