আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ :  ৭ ডিসেম্বর রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সৌদি প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও প্রভাবশালীরা জমি দখল ছাড়ছে না। এ ঘটনায় কটিয়াদি উপজেলা বনগ্রাম ইউনিয়ন উত্তর ঘিলাকান্দি গ্রামের সৌদি প্রবাসীর মোঃ হানিফ এর বড় ভাই মোস্তফা বাদী হয়ে পাকুন্দিয়া থানা আহুতিয়া পুলিশ ফাড়ি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন প্রতিবেশি পাকুন্দিয়া উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নে পাঁচলগোটা এলাকায় ১০৫ শতাংশ জমি শামীম মিয়া কাছ থেকে তিনি ক্রয় করেন উক্ত জমি থেকে ২০শতাংশ জমি ছোট ভাই প্রবাসী মোঃ হানিফের নিকট বিক্রি করেন সে এই জমিতে ছোট ভাই টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন । সম্প্রতি ছোট ভাই পাচঁ বছর যাবৎ সৌদী প্রবাসি হওয়ায় বাড়িতে বর্তমানে কেউ বসবাস না করায় গত ৫ ডিসেম্বর এলাকার প্রভাবশালী আলম, ফরহাদ, রোফায়েত, রনি,মর্জিনা, মাসুম, ওই জমি থাকা টিনশেঠ ঘর ভেঙে নিয়ে যায় এবং জমি দখল করে নিয়েছেন। অভিযোগ কারি মোস্তফা জানায় এই জমি নিয়ে কয়েক বছর আগে এলাকায় সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে আলম গংকে দখলকৃত জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেন। কিন্তু সালিশের রায় না মেনে প্রভাবশালীরা উল্টো প্রবাসীকে হুমকি দিয়ে আসছে। জানতে চাইলে সালিশ দরবারি মোঃ বাদল মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় সালিশ হয়েছে। দলিলপত্র যাচাই করে প্রবাসীর কাগজপত্র সঠিক পাওয়া যায়। তাই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু আমাদের নির্দেশ মানা হচ্ছে না। এ কারণে প্রবাসী প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলম বলেন, ‘এই অভিযোগ মিথ্যা। ওই জমি আমাদের। আমাদের কাছে জমির কাগজপত্র রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category