
নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ওগণতন্ত্রের মা, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো কিশোরগঞ্জেও নেমে এসেছে শোকের ছায়া। দলের প্রধানকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা, শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় গণতন্ত্রকামী নেত্রীর ইন্তেকাল। এ মহীয়সী নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই একে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।
তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সাতদিন ব্যাপী কোরআন খতম, দোয়াসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যাগে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সাবেক অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজিব, রাফিউল ইসলাম নওশাদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে এক শোকের ছায়া। খালেদা জিয়া ছিলেন জাতিয় রাজনৈতিক সংকটে ঐক্যের প্রতীক, আপসহীন এক গণতন্ত্রকামী জনবান্ধন নেত্রী। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এজন্য দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছিল তাকে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।