
হুমায়ুন রশিদ জুয়েল: মানুষ মানুষের জন্য, সেটাই প্রমাণ করেছেন মানবপ্রেমিক তাড়াইলের ইউএনও তানজিলা আক্তার।
কিশোরগঞ্জের তাড়াইলে ক্ষণক্ষণে প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাতেও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার।
রবিবার (২৮ ডিসেম্বর) তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের মুচি বাড়ী,বান্দুলদিয়া হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন ইউএনও।
এ সময় তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মেহেদী হাসান টিটু ও প্রশাসনিক কর্মকর্তা মো:তাইজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
জানা গেছে এই প্রচন্ড শীতে শীতার্তরা কম্বল পেয়ে অত্যন্ত খুশি এবং তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারের প্রতি প্রশংসা এবং সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।